স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল আইসক্রিম তৈরি ফ্যাক্টরির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় তদারকি করে অবৈধ্য প্রক্রিয়ায় আইসক্রিম তৈরি, মোড়কে মূল্য, মেয়াদ না থাকা এবং নোংরা পরিবেশ থাকা’সহ বিভিন্ন
ব্রান্ডের মোড়ক ব্যবহার করায় এলো পাশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে পরিচালিত তদারকিমূলক এ অভিযানে পরিচালিত হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে হ্যান্ড মাইকের সহায্যে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।
এ সময় তদারকি টিমে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন জেলা পুলিশ টাঙ্গাইল। কর্তৃপক্ষ জানান, জনস্বার্থে এতদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
যুগধারা ডট টিভি/অন্তু