টাঙ্গাইলে পোড়াবাড়ীতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন ও চিকিৎসা সেবা প্রদান

Spread the love

মুক্তার হাসান ঃ টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলা সমিতি, ঢাকা শনিবার (৩১ডিসেম্বর) দিনব্যাপী এ কর্মসুচীর আয়োজনে করে। সদর উপজেলার ৬নং পোড়াবাড়ী ইউনিয়নের কাবিলাপাড়া পোড়াবাড়ী উচ্চ বিদ্যলয় প্রাঙ্গনে, কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ছানোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি সামছুল হক, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুজ্জামান রশিদ ফজল, বর্তমান চেয়ারম্যান সাহাদত হোসেন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়াও টাঙ্গাইল সদর উপজেলা সমিতি, ঢাকা’র কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহ¯্রাধীক শতিার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন এবং দেশের খ্যাতিনামা চিকিৎসকবৃন্দ চিকিৎসা সেবা প্রদান করেন।