টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে পৌরবাসীকে সুপেয় ও নিরাপদ পানি সরবরাহের লক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের উদ্যোগে প্রতিষ্ঠানের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী ইবনে মায়াজ প্রামাণিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পৌর এলাকায় নিরাপদ পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়ার দাবি জানান।