টাঙ্গাইলে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদকের পিতৃবিয়োগ, কৃষিমন্ত্রীর শোক

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইল জেলা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও টাঙ্গাইলে প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর এর পিতা বিশিষ্ট কবি যুগলপদ সাহা পরলোকগমন করেছেন।

বৃহস্পতিবার (১১ মে) সকালে শহরের সাবালিয়া এলাকার নিজ বাসভবনে বাধক্যজনিত কারনে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শোভাকাঙ্খী রেখে গেছেন।

তাকে শেষ বারের মত এক নজর দেখার জন্য টাঙ্গাইলের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ভীড় করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ ছাড়াও প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ দিকে টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বিশিষ্ট কবি যুগলপদ সাহা দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। দুপুরে শহরের বড় কালিবাড়ীতে শ্রদ্ধা নিবেদন শেষে কাগমারী রানী দিনমনি শ্মশানে আন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।

যুগধারা ডট টিভি/অন্তু