টাঙ্গাইলে বঙ্গবন্ধুর “জুলিও  কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি অনুষ্ঠান

Spread the love

স্টাফ রিপোর্টার :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “জুলিও  কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে টাঙ্গাইলে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (২৮ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

বরেণ্য অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, সিভিল সার্জন ডাঃ মিনহাজ উদ্দিন মিয়া, স্থানীয় সরকার এর উপ-পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, আওয়ামী লীগ নেতা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, আনিসুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগণ।

যুগধারা ডট টিভি/অন্তু