টাঙ্গাইলে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ইয়ং স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন

Spread the love

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলে বর্তমান চ্যাম্পিয়ন প্রগতিশীল স্বদেশী সংঘকে ৬৬ রানে হারিয়ে ইয়ং স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার(৮ মার্চ) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে ঢাকা সন্ধানী লাইফ ইন্সুরেন্স, ঢাকা মেসার্স মাসুম ট্রেডার্স ও ঢাকা এস,বি,সি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আয়োজনে ফাইনাল খেলায় প্রগতিশীল স্বদেশী সংঘ ও ইয়ং স্পোটিং ক্লাব মুখোমুখি হয়। খেলায় টস জয়লাভ করে ইয়ং স্পোটিং ক্লাব ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ইয়ং স্পোটিং ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪০ রান করে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাঈম ইসলাম অতিথি খেলোয়াড় হয়ে ইয়ং স্পোটিং ক্লাবের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৯৮ রান করে। এছাড়া নাজমুল ইসলাম মিলন ৫৪ বলে ৪৭ রান করে। বোলিংয়ে বিজিত স্বদেশী সংঘের তারেক ৩৪ রানে ২টি উইকেট দখল করে। জবাবে প্রগতিশীল স্বদেশী সংঘ ৪৭ ওভার ২ বলে ১০ উইকেট হারিয়ে ১৭৪ রান করলে ৬৬ রানে পরাজিত হয়। দলের পক্ষে আশিক সর্বোচ্চ ৩৮,প্রিতম ৩৫ ও সকাল ২৮ রান করে। বিজয়ী ইয়ং স্পোটিং ক্লাবের নেহাল ইসলাম( অতিথি খেলোয়াড়) ৩৫ রানে ৪টি উইকেট দখল করে। খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হয় ইয়ং স্পোটিং ক্লাবের নাজমুল ইসলাম মিলন, লীগে সর্বোচ্চ রান করেছে সোহাগ এবং সর্বোচ্চ উইকেট পেয়েছেন সিটি ক্লাবের রাসেল(১৯টি)। খেলা শেষে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু ও যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন, জহিরুল ইসলাম স¤্রাট ও আনিসুর রহমান আলো। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন পুরষ্কার বিতরনী অনুষ্ঠানটি পরিচালনা করেন।