টাঙ্গাইলে বন্ধু মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Spread the love

জাহাঙ্গীর আলম :

মাথার উপরে নীল আকাশ। নিচে এক বুক সতেজ বিশ্বাসে কোনো দ্বিধা ছাড়াই উচ্চারণ করা যায় যে শব্দটি তা হচ্ছে ‘বন্ধু’। কারণ বন্ধু মানে বিশ্বাস, বন্ধুত্ব মানে পরস্পরের মাঝে সহযোগিতার হাত বাড়ানো, বিপদে পাশে থাকা, সুখে-দুঃখে একে অন্যোর খোজ রাখা। ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কটির নাম বন্ধুত্ব’- এই চিরসত্য বাক্যটির গভীরতা কতটা, তা তখনই বোঝা যায় যখন যাপিত জীবনে খুঁজে পাওয়া যায় সত্যিকারের একজন বন্ধু। আবার দুঃখের দিনগুলোতেও লড়াইয়ের তুমুল সাহস জোগায়’ এই বন্ধু।

শুক্রবার (১০ মার্চ) টাঙ্গাইলে সোল পার্কে বন্ধুদের  আয়োজনে বন্ধু মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বন্ধু মানে আস্থা, বন্ধু মানে নির্ভরতা। দীর্ঘদিন পর সেই বন্ধুদের পেয়ে হাসি, ঠাট্টা ও আড্ডায় দিনটি পাড় করেন সকল বন্ধুরা।

যুগধারা ডট টিভি/অন্তু