স্টাফ রিপোর্টার :
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইলে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। বাংলা টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি খন্দকার হাবিবুল্লাহ কামামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কার্যকরি সদস্য মামুনুর রহমান মিয়া, বাংলা টিভির কালিহাতী প্রতিনিধি দাস পবিত্র, বাসাইল প্রতিনিধি রুবেল মিয়া প্রমুখ।
এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।