টাঙ্গাইলে বাজার নিয়ন্ত্রনে তদারকি করলেন জেলা প্রশাসন

Spread the love

স্টাফ রিপোর্টারঃ

নিত্যপ্রয়োজনীয় পন্যের মুল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রেনে টাঙ্গাইলের বজার তদারকি করলেন জেলা প্রশাসন। ১১ অক্টোবর সকালে শহরের সবচেয়ে বড় পাইকারী পার্ক বাজারে এই তদারকি শুরু করেন। এসময় নিত্যপ্রয়োজনীয় পন্যের মধ্যে চাল, ডাল, ড়িম, মাছ মাংস ও মুরগীর বাজার তদারকি করেন।

মুরগী, ডিম ও মাছের বাজারে মুল্যে তালিকা টানানোসহ পন্যের ক্রয়ের রশিদ খতিয়া দেখেন। বাজার তদারকিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দ্রব্যমুল্য পর্যালোচনা তদারকির একটি বিশেষ টাস্কফোর্সের আহবায়ক মো.জিয়াউল ইসলাম চৌধুরী।

এসময় টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব সিকদার শাহীনুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ও বিশেষ টাস্কফোর্সের সদস্য মো.সোহেল রানা, কৃষি কর্মকর্তা ও বিশেষ টাস্কফোর্সের সদস্য ফারজানা এবং ক্যাবের জেলা শাখার সাধারন সম্পাদক ও বিশেষ টাস্কফোর্সের সদস্য মো.আবু জুবায়ের উজ্জল, বিশেষ টাস্কফোর্সের সদস্য ও উপজেলা প্রানী সম্পাদ কর্মকর্তা মো.মেহেদী হাসান, উপজেলা সি. মৎস কর্মকর্তা মো.আইয়ুব আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মো.মুসা।

এছাড়াও দুইজন ছাত্র প্রতিনিধি ও বিশেষ টাস্কফোর্সের সদস্য মনিরুল ইসলাম ও মো.আল আমিন উপস্থিত ছিলেন।