স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে বাল্যবিবাহ প্রতিরোধে, বাল্যবিবাহ নিরোধ কমিটির কার্যকরী ভূমিকা-বাস্তবতা ও সক্রিয়করণে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে ২০ মার্চ সোমবার বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান। ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট খন্দকার আমিনা রহমান এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার, মানবাধিকার সংস্থা- হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখা সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, নারীনেত্রী মানবাধিকারকর্মী মাহমুদা শেলী, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর উল্কা বেগম, আইনজীবী, পুলিশ, কাজী, এনজিও প্রতিনিধি, সদর উপজেলার পরিষদের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ওসিসি, ব্লাস্টের প্রধান কার্যালয় ও ইউনিট অফিসের স্টাফগণ।
অনুষ্ঠানের শুরুতেই স্লাইডে আলোচ্য বিষয়বস্তু উপস্থাপন করেন ব্লাস্ট প্রধান কার্যালয়ের ফোকাল কর্মকর্তা মাহপারা আলম। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৩ ধারা ও বাল্যবিবাহ নীতিমালা ২০১৮ এর ৯ ধারা অনুযায়ী সরকার, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বাল্যবিবাহ প্রতিরোধের নিমিত্তে কাজ করে। এজন্য জাতীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং স্থানীয় পর্যায়ের গণমান্য ব্যক্তিদের সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করে কার্যাবলী নির্ধারণ করে। মতবিনিময় সময় বক্তারা আইনের বাস্তবায়নের পাশাপাশি অভিভাবক’সহ সকলকে সচেতন করার আহ্বান জানান।
যুগধারা ডট টিভি/অন্তু