নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মহাসড়ক পাড় হওয়ার সময় বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের আশিকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার আমলাদহ ভরাট এলাকার শ্রী সতেন্দ্র কুমার মোদক (৬৫) ও তার স্ত্রী সুনীতি মোদক (৫৫)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, সতন্ত্র মোদক তার স্ত্রীকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।