টাঙ্গাইলে বিএনপির লিফলেট বিতরণ

Spread the love

স্টাফ রিপোর্টারঃ

“দেশ বাঁচাও, মানুষ বাঁচাও” শিরোনামে টাঙ্গাইলে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। শনিবার সকালে শহরের আনসার ক্যাম্পের সামনে থেকে এই লিফলেট বিতরণ করে দলটির নেতা কর্মীরা। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেজিষ্ট্রিপাড়া এসে শেষ করে।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহিন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহীদুল ইসলাম বাবু, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক রক্সি মেহেদী প্রমূখ।

লিফলেট বিতরণ শেষে বিএনপি নেতারা বলেন, এই সরকারকে ক্ষমতায় থেকে নামাতে হবে, অনথ্যায় কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। কোনভাবে এই অবৈধ সরকারকে আর টিকে থাকতে দেওয়া হবে না।