স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে কাঁচাবাজার নির্মাণ করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে পৌর শহরের টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ওই স্কুলের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজের বানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট জিনিয়া বখশ্, মাহমুদা শেলী, মেহেনিগার হোসেন তন্ময়, মীর শেলী, রাবেয়া সুলতানা, অভিভাবকের পক্ষে শহীদুল ইসলাম, হোসনে আরা নাজমা, বর্তমান শিক্ষার্থী কানিজ ফাতেমা মীম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি কুদরত ই এলাহী খান ওই স্কুলের ভেতরে পাইকারি কাঁচাবাজার নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই স্কুলের ভেতরে কুদরত ই এলাহী খানের স্বেচ্ছাচারী তার মাধ্যমে এখানে কোন দোকান হতে দেওয়া হবে না। সেক্ষেত্রে আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিব। এসময় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রসঙ্গত, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কুদরত ই এলাহী খান ওই বিদ্যালয়ের ভেতরের পশ্চিম পাশে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুকের নামে পাইকারি কাঁচাবাজার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
যুগধারা ডট টিভি/অন্তু