টাঙ্গাইলে বিপুল পরিমাণ গাজাঁসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলে বিপুল পরিমান গাজাঁসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাব-১৪, সিপিসি-১ এর সদস্যরা। সোমবার (৩ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-১ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রফিক মিয়া (৪৫), পিতা- মোঃ দুদু মিয়া, সাং-ব্রাহ্মন ডোরা, থানা-শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ, মোঃ কালু মিয়া (৪৪), পিতা-মৃত নাজিম উদ্দিন, সাং মাজনা বাড়ী, থানা-কাজিপুর, জেলা- সিরাজগঞ্জ, মনি আক্তার (২০), পিতা-মোঃ সাদেক আলী, সাং-মোহনপুর, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ।

র‌্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানাধীন কয়াপাড়া সাকিনস্থ মোঃ নাজমুলের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ১৪ কেজি গাজাঁসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদেরর থেকে ১৪ কেজি গাঁজা, ৩ টি মোবাইল সেট (সীমসহ), নগদ ২,৭০০ টাকা, ১ টি টলি ব্যাগ, ১টি হাত ঘড়িসহ উদ্ধার করে। উদ্ধারকৃত গাজাঁর আনুমানিক অবৈধ বাজার মূল্য ৪,২০,০০০ (চার লক্ষ বিশ হাজার) টাকা।

আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

যুগধারা ডট টিভি/অন্তু