টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইল সদর উপজেলায় করটিয়া ইউনিয়নের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক নারী। 

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। প্রেমিক সাইফুল ইসলাম বাবু উপজেলার করটিয়া ইউনিয়নের কলেজপাড়া গ্রামের মো. মনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো.শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিয়ের দাবিতে অবস্থান নেওয়া ওই নারী জানান, তিনি আর সাইফুল ইসলামকে বাবু একত্রে টাঙ্গাইল ‘ল’ কলেজে  আইন বিভাগে পড়ালেখা করতো। সেই সুবাদে গত ১ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। 

তিনি আরো জানান, সাইফুল ইসলাম বাবু প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সর্বস্ব লুটে নিয়েছে। এখন বিয়ে করতে অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই নারী।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে ওই নারী বিয়ের দাবিতে সাইফুলের বাড়িতে অবস্থান  করছেন। 

এ দিকে, সাইফুল ইসলাম ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করছেন।’ 

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম মিয়া জানান, এ নিয়ে ওই নারী এখনো থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

যুগধারা ডট টিভি/অন্তু