টাঙ্গাইলে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে হুইল চেয়ার বিতরণ

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য, নিউরোবান্ধন অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ্ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা সমাজকল্যাণ কমিটির সহ-সভাপতি মো. আনিছুর রহমান।

এতে বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. রুহুল আমিন সিরাজী, অটিস্টিক প্রতিবন্ধীর মা রেহানা আক্তার, অটিস্টিক প্রতিবন্ধী সিফাত মোহাম্মদ আরেফিন প্রমুখ।

শেষে চারজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার এবং দুই জন সফল অটিজম ও একজন অটিজম অভিভাবকের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

যুগধারা ডট টিভি/অন্তু