টাঙ্গাইলে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ সরোয়ার হোসেন, ট্রাফিক বিভাগের টিআই দেলোয়ার হোসেন, ডিআইও-১ হারেচ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা। আলোচনা সভা শেষে ৮০ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে পুলিশের অনন্য অবদান রয়েছে। রাজারবাগ পুলিশ লাইনসে পাকিস্থানী হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশ সদস্যরা সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তুলেন। মুক্তিযুদ্ধে পুলিশের এমন অবদান জাতি সব সময়ই মনে রাখবে।