টাঙ্গাইলে ভিন্ন আঙ্গিকে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র উপহার

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইলে ভিন্ন আঙ্গিকে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (টি,এস,এফ) এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও গরীব দুঃখী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেছেন। রবিবার (১লা জানুয়ারী ২০২৩) সকাল ১০টার সময় টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় হতে এ শীত বস্ত্র প্রদান করেন। এর আগে সংগঠণের সদস্যদের মাধ্যমে নিজ এলাকা থেকে গরীব-দুঃখী, অসহায়দের লিষ্ট তৈরি করা হয়। পরে বিভিন্ন এলাকায় সদস্যদের দিয়ে অসহায় শীতার্তদের বাড়ি বাড়ি কম্বল ও মোজা বিতরণের জন্য হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও কার্যালয় থেকে প্রায় অর্ধশত কম্বল ও মোজা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল, সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম পাপেল, সাধারণ সম্পাদক মোহিদুল ইসলাম মুহিত, সিনিয়র যুগ্ম সম্পাদক তুহফাতুল ইসলাম জাদিদ, যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ, যুগ্ম সম্পাদক অনিক সরকার, কোষাধ্যক্ষ শারমিন শিমু, রক্ত বিষয়ক সম্পাদক মোহাম্মদ তারেক, সহ-রক্ত বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সম্মানিত সদস্য ফরিদ খান, তৌফিকুল ইসলাম তুহিন, মাহদিয়া ইসলাম মীম, আলিফ হোসেন, তমা আক্তার, নূর মোহাম্মদ, নাঈম মেহেদী, আসলাম, রাইসা মাহমুদ, সেলিনা প্রমুখ।