টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৪৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Spread the love

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়াম রুমে টাঙ্গাইল জেলা শাখা যুব অধিকার পরিষদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন।

টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান রানার সভাপতি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ফাহাদ, সাধারণ সম্পাদক নবাব আলী, সদর উপজেলা শাখা ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক তামান্না ইসলাম তরী প্রমুখ।