টাঙ্গাইলে মহান বিজয়ের মাস উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

Spread the love

জাহাঙ্গীর আলম ঃ মহান বিজয়ের মাস উপলক্ষ্যে টাঙ্গাইল প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ডিসেম্বর (রোববার) দুপুরে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজনে তালতলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র

এ আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নূরুল ইসলাম,কনসালট্যান্ট(ফিজিওথেরাপি) ডা. মোঃ ওহিদুজ্জামান,ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. সাব্বির আহম্মেদ রানা,থেরাপী সহকারী মো. রেজাউল ইসলাম, থেরাপী সহকারী মোঃ মাসুদ রানা,টেকনিশিয়ান মোঃ সিরাজুল ইসলাম, টেকনিশিয়ান বিপ্লব কুমার মন্ডল,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আকলিমা আক্তার, স্টাফ মোঃ হামিদুল ইসলাম প্রমুখ। প্রতিবন্ধীদের মাঝে ২০টি হুইল চেয়ার এবং ৫টি হেরয়িং এইড বিতরণ করা হয়।