টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে মহিলাদলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিমের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারী) দুপুরে শহরের বটতলা নিজ বাস ভবন ও বিকেলে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে প্রায় দুই শতাধিক গরীব দুস্থ্য অসহায়দের মাঝে এ শীতবন্ত্র বিতরণ করেন তিনি। কাকুয়া ইউনিয়নের শাহরিয়ার হাসান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হায়দার আলী, সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য রুহুল আমিন প্রমুখ। এছাড়াও অত্র এলাকার গাণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।