স্টাফ রিপোটার :
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মোন্না কে গ্রেফতারের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে বেপারীপাড়া এলাকায় মিছিলে পুলিশি বাধার ঘটনাটি ঘটে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল বিক্ষোভের আয়োজন করে।
জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ ও সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে যুবদলের নেতারা শহরের বেপারীপাড়া এলাকায় থেকে একটি মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশি বাধার সেখানেই পথসভা করেন যুবদল নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা যুবদল যুগ্ম-আহবায়ক জাহিদ হোসেন মালা, সৈয়দ হাবিবুর আলম শাতিল, সদর উপজেলা সদস্য সচিব ইকবাল তালুকদার, যুগ্ম-আহবায়ক আতিক, মজনু, অনিক, সাবেক যুগ্ম- আহবায়ক তানভীর হসান সজল, যুবদল নেতা ওয়াসিম, রাশেদ খান সোহাগ, কামাল হোসেন, তৌহিদ লিখনসহ যুবদলের অন্যান্য নেতা-কর্মীরা।
বক্তারা বলেন সরকার দেশে একনায়কতন্ত্র বাকশাল কায়েম করতে চাচ্ছে। সরকারের বিরুদ্ধে কথা বললে যখন তখন গ্রেফতার হয়, গুম খুন করা হয়। এই অবস্থা চলতে দেওয়া হবে না। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে বাধ্য করা হবে।