স্টাফ রিপোটার :
টাঙ্গাইলের বাসাইল উপজেলার লৌহজং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লৌহজং উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ মো: শফিকুল ইসলাম (শফি) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো: আকনুর রহমান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার (খোকা) বীর প্রতীক।
বিশেষ অতিথি ছিলেন, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ এর জেনারেল ম্যানেজার আলহাজ্ব মোহাম্মদ আবু হানিফ মিয়া, বাসাইল উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আল আমিন প্রমুখ।
এ ছাড়াও লৌহজং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরজু জমাদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অত্র এলাকার জনসাধারণগণ এ সময় উপস্থিত ছিলেন।