টাঙ্গাইলে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ‘৭১ সংগঠনের যাত্রা শুরু

Spread the love

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ‘৭১ নামে একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এডভোকেট মরহুম শহিদুর রহমান শাহজাহানের সন্তান হাফিজুর রহমান মাসউদ আহ্বায়ক হিসেবে এই সংগঠনের কার্যক্রম শুরু করেন। তিনি বলেন এ সংগঠনের মাধ্যমে প্রথমে টাঙ্গাইলের শহীদ বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন রাস্তা ব্রীজ, কালভার্ট, মোড়, স্ট্রীট স্কয়ার, সরণি ও তোড়ন নামকরণ করার লক্ষ্যে কাজ করবেন। সংগঠনের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, আমাদের দাবি অনুযায়ী নামকরণের স্বীকৃতি প্রদান করে আগামী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আত্মত্যাগকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম স্মৃতিফলকে অমর করে রাখা হোক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি যে সম্মান ও সম্মানী প্রদান করছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। যে সকল বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, তারা কি পেল? তাদের নামের তালিকা সম্বলিত ফলক কেন মুছে ফেলা হচ্ছে? নয়তো কালের বিবর্তনে মুছে যাচ্ছে। তাই আমাদের সংগঠন “শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ‘৭১” এর মাধ্যমে আহ্বান, দেশের জন্য শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে উপজেলা ভিত্তিক স্মৃতিফলক তৈরী করা হোক। এজন্য জেলা প্রশাসক ও মেয়র’সহ সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি প্রয়োজন। সেই সাথে টাঙ্গাইল পৌর এলাকার ৪ জন শহীদ মুক্তিযোদ্ধার নামে চারটি প্রধান সড়ক নামকরণের দাবি জানাই। পরবর্তীতে টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণ স্মৃতিফলক স্থাপন করার দাবি জানাই।
সংগঠনের আহ্বায়ক হাফিজুর রহমান মাসউদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সকল সংগঠন’সহ, মুক্তিযুদ্ধের পক্ষের সকলের সহযোগিতা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।