স্টাফ রিপোর্টার ঃ সারা দেশের মতো টাঙ্গাইলেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানসহ বিভিন্ন স্থানে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিল্টু, টাঙ্গাইল স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান প্রমুখ। এসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যাগে নিজস্ব কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিকে জেলা প্রশাসনের উদ্যাগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মায় মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।