টাঙ্গাইলে শামসুল হকের ৫৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

Spread the love

নিজস্ব প্রতিবেদক : নানা কর্মসুচির মধ্যদিয়ে টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শামসুল হকের ৫৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দুপুরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার যোকারচর কদিমহামজানি কবরস্থানে শামসুল হকের কবরে পুস্পস্তবক অর্পন করা হয়।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও শামসুল হক ফাউন্ডেশন পক্ষ থেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শামসুল হকের আত্মার মাফফেরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে কদিমহামজানী মাদ্রাসা প্রাঙ্গনে শামসুল হক ফাউন্ডেশনের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এতে শামসুল হকের রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করেন, প্রবীন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা কৃষক আব্দুল গফুর বেপারী ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিকীসহ অনেকে। এদিকে সকালে নেতাকর্মীরা জেলা সদরে শামসুল হক তোরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেওলি ইউনিয়নের মাইঠান পেওরিয়া গ্র্রামে শাসসুল হকের জন্মস্থানে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেওলি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় শামসুল হকের জীবন-দর্শন ও রাজনীতি নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা।