স্টাফ রিপোর্টার ঃ মামলা তদন্ত, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় টাঙ্গাইলের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছে কালিহাতী থানার মোল্লা আজিজুর রহমান (আজিজ)। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ লাইনস গ্রিল শেডে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনার সভায় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তাকে শ্রেষ্ঠ ঘোষণা করেন। এ সময় মোল্লা আজিজুর রহমানের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার আলম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. শরিফুল হক প্রমুখ। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এমন সম্মানে ভূষিত করায় ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা যোগাবে। তাকে শ্রেষ্ঠ ঘোষণা করায় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, পাশাপাশি থানা পুলিশের সকল সহকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।