স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের জনপ্রীয় সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকার অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে শহরের শামছুর রাহমানের মার্কেটের তৃতীয় তলায় ফিতা কেটে এ অফিসের উদ্বোধন করেন পত্রিকার সম্পাদক ম-লীর সভাপতি ও সোসাইটি ফর সোসাল সার্ভিস এসএসএস এর নির্বাহী পরিচালক আবদুল হামিদ ভূইয়া। এসময় ফুলের তোলা দিয়ে প্রধান অতিথিকে বরণ করেন প্রযুক্তি পরিবার।
অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহসভাপতি খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, এসএসএস এর পরিচালক (্ঋণ) সন্তোষ চন্দ্র পাল, ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজর সহকারী অধ্যাপক ড. আলী রেজা, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আখতার শামীম, কামনাশীষ শেখর, ভিক্টোরিয়া রোড ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক রকিব উদ্দিন বাবুল, আব্বাস উদ্দিন সঙ্গিত বিদ্যালয়ের সহসভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা মনি খন্দকার, আইডিইবি’র জেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ হোসেন চুন্নু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর নাছিমুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন পত্রিকার সম্পাদক কাজী জাকেরুল মওলা।
পত্রিকার সম্পাদক কাজী জাকেরুল মওলা বলেন, টাঙ্গাইলের অনেক পত্রিকার অফিস কক্ষ নেই। সে কারণে পত্রিকা বের করতে অনেক সমস্যার সৃষ্টি হয়। পত্রিকার অফিস থাকলে পত্রিকা বের করা অনেক সহজ হয়। সে কারণে আমাদের অফিস নির্মাণের প্রচেষ্টা।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ৪ আগস্ট পত্রিকার যাত্রা শুরু হয়।