স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৩ তম জন্মদিন পালন করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকালে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেজাউল করিম ও সোহেল রহমান, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুহাম্মদ মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক মো. সামছুদৌহা যুবরাজ ও মো. ইব্রাহীম মোল্লা, সদস্য হুমায়ুন রশিদ খান, খোকা মিয়া, মো. ওস্তাগীর হোসেন, শহর জাতীয় পাটির সভাপতি আহসান খান আছুসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে জন্মদিন উপলক্ষে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মমাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে মোনজাত করা হয়।
যুগধারা ডট টিভি/অন্তু