টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পেল স্কুল ড্রেস

Spread the love

স্টাফ রিপোটার :

টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সংগঠন মশাল আলো “স্বপ্নলিখন-২৩” সুবিধাবঞ্চিত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মশাল আলো “স্বপ্নলিখন-২৩” এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নার্গিস আখতার, মশাল আলোর সভাপতি তানজিল আমীন শুভ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সুজাওয়াত হোসেন ফাহাদ, জান্নাতুল মৌয়া শ্যামন্তীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সভাপতির তানজিল আমীন শুভ বলেন, আজকে স্বপ্নলিখন-২৩ এর মাধ্যমে ৫০ জন শিশুর মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। গত ৭ বছরে এমন হাজারো মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছি। এই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই পথচলায় আপনাদের সহযোগিতা কামনা করছি।

যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়