টাঙ্গাইলে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলে ৩১৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।

বুধবার (৫ এপ্রিল) রাত অনুমান ০১:৩০ সময় টাঙ্গাইল র‌্যাব-১৪ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকা হতে অভিনব কায়দায় একটি বসত বাড়িতে থাকা বালির মধ্যে লুকিয়ে রাখা ৩১৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- ছাফাতুন আক্তার অরোফে রুবি বেগম (৪০), পিতা- মৃত সামাদ বেপারী, মাতা- মোছাঃ ভানু বেগম, স্বামী- মোঃ মনোয়ার হোসেন, মনোয়ার হোসেন (৪৮), পিতা- মৃত আঃ লতিফ, মাতা- রহিমা খাতুন, উভয় সাং- করাতিপাড়া, থানা- বাসাইল, জেলা- টাঙ্গাইল এবং মোঃ আব্দুল আজিজ (৫৫), পিতা- মৃত জবান আলী, মাতা- মৃত অবিরন, সাং- শিমলা পল্লী (পূর্ব পাড়া), থানা- সরিষাবাড়ি, জেলা- জামালপুর।

এ বিষয়ে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার রাতে টাঙ্গাইল র‌্যাব-১৪ ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকা হতে অভিনব কায়দায় একটি বসত বাড়িতে থাকা বালির মধ্যে লুকিয়ে রাখা ৩১৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

তিনি আরো বলেন, উপরোক্ত স্বামী-স্ত্রী ছাফাতুন আক্তার অরোফে রুবি বেগম ও মনোয়ার হোসেন রাজশাহী জেলা হতে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অভিনব কায়দায় নিজেদের বসত বাড়িতে থাকা বালির মধ্যে লুকিয়ে রাখে এবং মোঃ আব্দুল আজিজ উক্ত মাদকদ্রব্য হেরোইন ক্রয় করার জন্য তাদের বাড়িতে আসে।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করত। তারা রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক টাঙ্গাইল জেলার বাসাইল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যুগধারা ডট টিভি/অন্তু