টাঙ্গাইলে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

Spread the love

স্টাফ রিপোর্টার:

জেলার বিশেষ টাস্কফোর্স ১৪ অক্টোবর গোপালপুর উপজেলার ডুবাইল বাজারে ডিমের আড়তে তদারকি করে মূল্য তালিকা না থাকা, যৌক্তিক মূল্যের অধিক মূল্যে ডিম বিক্রয় ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম ০২টি ডিমের আড়ৎকে  প্রশাসনিক ব্যবস্থায় মোট ৩৫,০০০/- জরিমানা করা হয়। মোট তদারকিকৃত প্রতিষ্ঠান-১০টি।

তদারকিকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য তালিকা প্রদর্শন ও পাকা রশিদ প্রদান ও ক্রয় রশিদ সংরক্ষণ নিশ্চিত করার জন্য বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের অনুরোধ করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির ক্রয়, বিক্রয় রশিদ/রেজিস্টার যাচাই করা হয় ও ব্যাবসায়ীদের সচেতন করা হয়।ব্যবসায়িদের স্বল্প মুনাফায় পন্য বিক্রির জন্য অনুরোধ জানানো হয়।