টাঙ্গাইল জেলা প্রশাসককে জেলা পরিবেশক মালিক সমিতি’র ফুলেল সংবর্ধনা

Spread the love

মুক্তার হাসান : টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে “টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতি’র” পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১লা জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য যোগাযোগ, প্রযুক্তি মুহাম্মদ আব্দুর রহিম সুজন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবু কালাম মোস্তফা লাবু, এছাড়া জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যবসায়ী সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন আবু কালাম মোস্তফা লাবু। তিনি বলেন, মহামারী কোরনায় সব ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়েছে তাই কোরোনার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে তিনি রাত ৮টার পরিবর্তে ৯টায় দোকান বন্ধ করার দাবী জানান। জেলা প্রশাসক দাবী আমলে নিয়ে সম্মতি প্রদান করেন এবং প্রধান মন্ত্রীর সাথে আলোচনা করে সময় যদি আরো কিছু বাড়ানো যায় সে ব্যবস্থা করবেন বলে আশা প্রকাশ করেন। এর বাহিরে মোবাইল কোর্ট ইনকাম ট্যাক্স (ভ্যাট) ও নানা বিধ সমস্যা নিয়েও ফল প্রসু আলোচনা করেন ব্যবসায়ী সংগঠনের নেতারা।