স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলাদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপির সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ এর বাসায় এ পরিচিতি সভার আয়োজন করা হয়। সভায় জেলা মহিলাদলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, বিএনপি নেতা আবুল কাশেম, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, মহিলাদল নেত্রী সুলতানা বিলকিস লতা ও খালেদা আক্তার স্বপ্না প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলাদলের সাধারন সম্পাদিকা রক্সি মেহেদী। এসময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।