টাঙ্গাইল ২১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল’সহ ৫ চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী,শীর্ষসন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র,ধর্ষণকারী,পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩০/০৩/২০২৩ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে রংপুর- ঢাকা রোডের এস আর ট্রাভেলসের একটি বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারের প্রত্যক্ষ সহায়তায় তাদের বাসে করে ঢাকা মহানগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন গোল চত্বর মোড় এলাকায় তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে (ক) ২১৮ (দুইশত আঠারো) বোতল ফেন্সিডিল; (খ) চাবি ও কাগজপত্রসহ ০১(এক) টি সচল বাস; ও (গ) নগদ ২৯,৯০০/- (উনত্রিশ হাজার নয়শত) টাকাসহ ১। মোঃ নুর ইসলাম (৩১), পিতা- মোঃ আঃ রহমান, মাতা- মোছাঃ নুরজাহান বেগম, গ্রাম- পশ্চিম বেজগ্রাম, থানা- হাতীবান্ধা, জেলা- লালমনিরহাট, ২। মোঃ সাইদুল ইসলাম (৪০), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, মাতা- মোছাঃ ছাবেরা বেগম, গ্রাম- মহাদেবপুর, থানা- রংপুর সদর, জেলা- রংপুর, ৩। মোঃ আমিনুল ইসলাম (৪৩), পিতা- মৃত বুলু শেখ, মাতা- মোছাঃ ফিরোজা বেওয়া, গ্রাম- বানদিঘী ফকিরপাড়া, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া, (ড্রাইভার), ৪। শাহাদত আলী (২০), পিতা- আনিছার রহমান, মাতা- ছালিমা বিবি, গ্রাম- চাপিলা পাড়া, থানা- নন্দীগ্রাম, জেলা- বগুড়া, (হেলপার), ৫। মোঃ শরিফুল ইসলাম @ ক্ষুদ্র (৩১), পিতা- মৃত মকবুল হোসেন, মাতা- মোছাঃ সুলতানা রাজিয়া বেবী, গ্রাম- রাধাবল্লভ, থানা- রংপুর সদর, জেলা- রংপুর, (সুপারভাইজার)দের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা আন্তঃজেলা চোরাকারবারী চক্রের সদস্য এবং তারা চোরাচালান পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করত। তারা রংপুর জেলা হতে অবৈধ আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে। এ সকল চোরাকারবারীদের আইনের আওতায় এনে চোরাচালান ও মাদক মুক্ত দেশ গড়তে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।