টিজারেই বাজিমাত প্রভাসের ‘সালার’

Spread the love

যুগধারা ডেস্ক :

পর পর ফ্লপ ছবি! বক্সঅফিসের মার্কশিটে ডাহা ফেল ‘আদিপুরুষ’। বিতর্ক-নিন্দাও কম চলেনি এই সিনেমা নিয়ে। তবে সিনেমা ডুবলেও পারিশ্রমিক কিন্তু বিন্দুমাত্র কমাননি দক্ষিণী সুপারস্টার প্রভাস। বিতর্ককে সঙ্গী করেই নতুন ছবি ‘সালার’-এর ফার্স্টলুকে অ্যাকশন অবতারে ধরা দিয়েছিলেন বাহুবলী নায়ক। কিন্তু এ কী, এত বিগ বাজেট ছবির টিজারে কিনা মুখই দেখা গেল না দক্ষিণী সুপারস্টারের।

অন্তর্জালের পিক আওয়ার হিসেবে ধরা হয় সন্ধ্যার পরের সময়টাকে। ফলে অধিকাংশ সিনেমার প্রচারণা চিত্র তথা গান-ট্রেলার প্রকাশ হয় এই সময়ে। তবে বলিউডে কিছুটা ভিন্ন চিত্র দেখা যায়। হিন্দি সিনেমার প্রচারণা চিত্রগুলো সাধারণত সকালে উন্মোচন করা হয়। কিন্তু একেবারে ব্যতিক্রম নজির তৈরি করলেন ‘কেজিএফ’ খ্যাত নির্মাতা প্রশান্ত নীল। তার নতুন সিনেমা ‘সালার’র টিজার এলো ভোর রাতে!

দুই পর্বের ‘কেজিএফ’ সাফল্যের পর প্রশান্ত নীলের নতুন সিনেমা এটি। জোরালো গুঞ্জন, এটি ‘কেজিএফ’ ইউনিভার্সের অংশ। ফলে দর্শকের মনে তুমুল আগ্রহ বিরাজ করছে ছবিটি ঘিরে। সেই আগ্রহের পারদ আরো উঁচুতে উঠলো সদ্য প্রকাশ্যে আসা টিজার থেকে।

যে টার প্রমাণ মেলে অন্তর্জালে এর ভিউ ও চর্চার পরিসংখ্যান দেখলে। প্রকাশের মাত্র ছয় ঘণ্টায় টিজারটির শুধু হিন্দি ভার্সনের ভিউ ১ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে! অবস্থান করছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে।

বৃহস্পতিবার (৬ জুলাই) ভারতীয় সময় ভোর ৫টা ১২ মিনিটে ইউটিউবে উন্মুক্ত করা হয় টিজারটি। ১ মিনিট ৪৬ সেকেন্ডের এই ঝলকে অবশ্য কেন্দ্রীয় চরিত্র প্রভাসকে স্পষ্টভাবে দেখানো হয়নি। তবে তার ভয়ানক অ্যাকশনের ইঙ্গিত দেওয়া হয়েছে যথেষ্ট। চমকপ্রদ রূপে দেখা গেছে ‘থ্রিলার কিং’ হিসেবে পরিচিত মালায়লাম তারকা পৃথ্বীরাজকেও।

এই ছবির লোকেশন, নির্মাণশৈলী ও কালার গ্রেডিংয়ে ‘কেজিএফ’র ছাপ স্পষ্ট। তবে তাতে চমক এতটুকু কমেনি। টিজারটি শুরু হয় অভিনেতা টিনু আনন্দের সংলাপে; যিনি একদল বিদেশি গ্যাংস্টারের সামনে দাঁড়িয়ে সালারের পরিচয় দিচ্ছেন। এরপর শুরু হয় সালারের অ্যাকশনের ঝলক।

টিজারের সঙ্গে নিশ্চিত করা হয়েছে, ‘কেজিএফ’র মতো ‘সালার’ ছবিটিও একাধিক খণ্ডে আসবে। সদ্য প্রকাশ হওয়া টিজারটি প্রথম পর্বের, যেটার নাম ‘সালার: পার্ট ওয়ান-সিসফায়ার’। এই ছবিতে প্রভাসের সঙ্গে আছেন শ্রুতি হাসান। এছাড়াও অভিনয় করেছেন জগপতি বাবু, ঐশ্বরী রাও, শ্রিয়া রেড্ডি, গারুড়া রাম প্রমুখ। প্রায় ২০০ কোটি রুপি বাজেটে ছবিটি নির্মিত হয়েছে।

প্রযোজনায় হোমবেল ফিল্মস। আগামী ২৮ সেপ্টেম্বর এটি তেলুগু, কন্নড়, তামিল, হিন্দি ও মালায়লাম ভাষায় একসঙ্গে মুক্তি পাবে।