টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ইমরুল

Spread the love

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের অবহেলিত ক্রিকেটারদের তালিকা করলে সবার প্রথমে যে নামটি আসবে তিনি হলেন ইমরুল কায়েস। সিরিজসেরা হয়েও দল থেকে বাদ পড়া একমাত্র ক্রিকেটার তিনি। জাতীয় দল থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দেখা যায় এই বাঁহাতি ব্যাটারকে। কিন্তু এবার টেস্ট এবং প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ইমরুল কায়েস। আগামী ১৬ নভেম্বর এ বিষয়ে ঘোষণা দেবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় ইমরুল বলেন, তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এটি তার ১৭ বছরের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। পরিবারের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ওয়ানডে ও টি-২০ ফরম্যাট চালিয়ে যাবেন তিনি। ইমরুল কায়েস ডিসেম্বরে অনুষ্ঠেয় বিপিএলে খুলনা টাইগার্সে খেলবেন। ‘বি’ ক্যাটাগরির ড্রাফট থেকে দল পেয়েছেন তিনি। অবশ্য বিপিএল শিরোপা জয়ী এই অধিনায়ককে ‘বি’ ক্যাটাগরিতে রাখায় ক্ষোভ প্রকাশ করেন।

ইমরুল কায়েস জাতীয় দলের জার্সিতে ৩৯ টেস্ট খেলে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন। তিনটি সেঞ্চুরি ও চারটি ফিফটি আছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচ খেলে ৭৯৩০ রান করেছেন তিনি।