যুগধারা ডেস্ক :
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। আর দাফনের বিষয়ে তার পরিবারের সদস্য ও ভাই-বোনেরা মিলে সিদ্ধান্ত নেবেন। এই বিষয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জানাজার পর জানানো হবে।
বুধবার (১২ এপ্রিল) ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আলতাফুন্নেছা মায়া।
এর আগে, সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। একই সময়ে রাষ্ট্রীয়ভাবে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নেওয়া হবে। সেখানে গণস্বাস্থ্যের সকল স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুমা তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ।
গত ৫ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় তাকে নিজের তৈরি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় কয়েকদিন ধরে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। ডা. জাফরুল্লাহ বহু বছর ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
যুগধারা ডট টিভি/অন্তু