স্টাফ রিপোর্টার ঃ আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি, বিদ্যুৎ এবং নিত্যপণ্য দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি।
বুধবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া হাট থেকে সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রৌফ এর নেতৃত্বে লিফলেট বিতরণের কমর্যক্রম শুরু করা হয়। পরে করোটিয়া বাজারের বিভিন্ন ওলিগলি ও দোকানদার, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে মসজিদ রোডে এসে লিফলেট বিতরণের কমর্যক্রম শেষ হয়।
এসময় লিফলেট বিতরনে অংশগ্রহন করেন সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শুভংকরপাল লিটন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হাসান সরকার, প্রচার সম্পাদক মনির হোসেন, সহপ্রচার সম্পাদক শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম ভুলু, সহ দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন, করোটিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইমন আহমেদ টফি, সাধারন সম্পাদক কামরুল হাসান উজ্জল, মগড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম হোসেন রিপন, গারিন্দা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জুলফিকার আলী, সাদত বিশ^বিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মোঃ রিমন হাসান প্রমূখ। এছাড়া সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।