কালিহাতী প্রতিনিধি :
টাঙ্গাইলের উপ-শহরখ্যাত এলেঙ্গায় তরুণ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার রক্তদান ফাউন্ডেশন এর উদ্যোগে পথচারী রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ-২০২৩ শুরু করেছে।
রবিবার (২৬শে মার্চ) বিকেলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক, সদস্য মোঃ ইমন তালুকদার, আরিফুল ইসলাম, আবু হানিফ ও ফিরোজ হোসেন কে এলেঙ্গা-ভূঞাপুর সড়কের সরকারী শামসুল হক কলেজ গেইটের সামনে পথচারী রোজাদার ব্যক্তিদের বিনামূল্যে ইফতার বিতরণ করতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন সরকারী শামসুল হক কলেজের প্রভাষক মোঃ মোশারফ হোসেন।
ফাউন্ডেশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ইতিপূর্বে বিভিন্ন মুমূর্ষু রোগীকে বিনামূল্যে রক্তদান সংগ্রহ, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছি। বর্তমান পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভাকাঙ্খী সকলের সার্বিক সহযোগিতায় আজ তৃতীয় দিন ত্রিশ জন করে পথচারী রোজাদার ব্যক্তিদের ইফতার বিতরণ করছি। এ বছর পুরো রমজান মাসজুড়ে বিনামূল্যে মানুষের মাঝে ইফতারি বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
যুগধারা ডট টিভি/অন্তু