তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন

Spread the love

যুগধারা ডেস্ক :

রাজধানী ঢাকাসহ দেশের ৩৭টি জেলা ও অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে। রোববার (৯ এপ্রিল) আবহাওয়া অফিসের বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস থেকে বলা হয়- ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন এলাকায় গরম আরও বাড়তে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

এ দিকে, চৈত্রের শেষ সময়ে গরম বেড়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। বিশেষ করে রোজার দিন হওয়ায় এই তাপপ্রবাহ রাজধানীর বিভিন্ন স্থানে কাজে বের হওয়া মানুষের ভোগান্তির মাত্রা বাড়িয়ে দিচ্ছে। বেশি ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষেরা।

এতে করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সেই সাথে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।

যুগধারা ডট টিভি/অন্তু