যুগধারা ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীবাসী ঢাকায় ফিরতে শুরু করেছেন। তবে এখনও পুরোপুরি ফেরেনি ঢাকার চিরচেনা রূপ। তাই রাজধানীর বাজারেও নেই সেই হারে কেনাবেচা। বাজার এখনও কিছুটা ঢিমেতালে চলছে।
শুক্রবার (২৮ এপ্রিল) রাজধানীর কাওরান বাজার, মগবাজার, শনির আখড়া, মিরপুর, যাত্রাবাড়ীতে দেখা গেছে দোকানপাট সব খোলেনি। বাজারে পণ্যের সরবরাহ কম, ক্রেতারাও বাজারমুখী হননি এবং বাজারে সবজির দাম কমছে। অপরদিকে, আমিষের মধ্যে ডিমের দাম পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে। আর মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে।
সবজির বাজারে দেখা গেছে, ঢেঁড়স, পটল, চিচিঙ্গা, ধুন্দুল ও ঝিঙে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বেগুনের কেজি ৫০ থেকে ৬০ টাকা। টমেটোর কেজি ৪০ থেকে ৫০ টাকা। মাঝারি আকারের প্রতিটি লাউ ও চালকুমড়া বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। সবজির মধ্যে কেবল কাঁকরোল ও শসার দাম বেশি। কাঁকরোল ১০০ থেকে ১১০ টাকা এবং শসা মানভেদে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ দিকে, ঈদের আগে মুরগির দাম বাড়তি ছিল। এখনও সেই দামেই বিক্রি হচ্ছে। কাওরান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা কেজি। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়।
অপরদিকে, ঈদের পর নতুন করে বেড়েছে ডিমের দাম। ফার্মের বাদামি রঙের ডিমের ডজন ১২৫ থেকে ১৩০ টাকা এবং সাদা রঙের ডিম ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে এই দুই ধরনের ডিমের দাম ডজনে পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে। তবে হাঁস ও দেশি মুরগির ডিমের দাম বাড়েনি।
যুগধারা ডট টিভি/অন্তু