দারুল ইসলাহ মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ

Spread the love

স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ায় দারুল ইসলাহ্ মডেল ও হিফজ মাদ্রাসার হেফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ী প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৪ জানুয়ারী,শনিবার সকাল ১০টায় মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক মোঃ লুৎফর রহমান লিটন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক স্কলার মুফতি আশরাফুজ্জামান কাসেমী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকার উত্তরা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার ১৪নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর কামরুল হাসান মামুন, টাঙ্গাইল শহরস্থ মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আবদুর রহমান, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদ প্রমুখ।অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন টাঙ্গাইল সেবা ইন্টারন্যাশনাল হাসপাতালের ম্যানেজার মোঃ নূরনবী জনি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শহিদুর রহমান, ছাত্র অভিভাবক মোঃ মোশারফ হোসেন, মনসুর রহমান রুশো প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি রফিকুল ইসলাম। আলোচনা শেষে ৫ জন হাফেজ শিক্ষার্থী পাগড়ী প্রদান, ১১ জন ছাত্রকে আল কোরআনের ছবক প্রদান এং বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলের মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আবদুল লতিফ চৌধুরী।