দেড় যুগ পরে গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

Spread the love

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : দেড় যুগ পর বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার কর্মী সম্মেলন শুক্রবার সকাল ৯টায় পৌর শহরের স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আহসান হাবিব মাসুদ।

উপজেলা জামায়াতের সেক্রেটারী ইদ্রিস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. হুমায়ুন কবির, জেলা কর্মপরিষদ সদস্য ড. অধ্যাপক আতাউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক আশরাফ আলী, উপজেলা সহকারী সেক্রেটারী মো. আব্দুল মান্নান, শ্রমিক কল্যাণ ফ্রেডারশনের সভাপতি ওবায়দুল্লাহ, পৌর আমির খন্দকার গোলাম মোস্তফা রঞ্চু, আলমনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ডা. রফিকুল ইসলাম বাদশা, মির্জাপুর ইউনিয়ন সভাপতি ডা. নাঈম খন্দকার, ঝাওয়াইল ইউনিয়ন সভাপতি আঃ হাকিম, হাদিরা ইউনিয়ন সভাপতি জামাল উদ্দিন, নগদাশিমলা ইউনিয়নের সাবেক সভাপতি জুলহাস উদ্দিন, ধোপাকান্দি ইউনিয়ন আমির আবু জাফর প্রমূখ। এ সময় বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে তিনশ আসনে নির্বাচনে অংশ গ্রহণ করার পরিকল্পনার কথা জানান এবং দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য দলীয় কার্যক্রমকে গ্রাম ও মহল্লা পর্যায়ে পৌছে দেয়ার ঘোষণা দেন। সম্মেলনে গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।