দেলদুয়ারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পুত্র নিহত, আহত পিতা 

Spread the love

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আঞ্চলিক মহাসড়কের পাথরাইল এলাকায় এম্ব্যুলেন্সের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে দেলদুয়ার থেকে পিতাপুত্র ভ্যান ধাক্কিয়ে বাড়ি আসছিলেন।

এসময় পাথরাইল পৌঁছালে একটি এ্যাম্বুলেন্সের ধাক্কায় সুশান্ত ঘোষ (১৩) ঘটনাস্থলেই মারা যায়। এসময় গুরুতর আহত হন প্রশান্ত ঘোষের পিতা ধনঞ্জয় ঘোষ (৫০)।

ধনঞ্জয় ঘোষ টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের বাসিন্দা। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।