দেলদুয়ারে উপজেলা চেয়ার‌ম্যানের দলীয় বহিস্কারাদেশ প্রত্যাহার

Spread the love

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফের বাংলাদেশ আওয়ামীলীগের সকল প্রকার পদ থেকে বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে। বিগত উপজেল পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে তিনি দল থেকে বহিস্কৃত হন। ২৫ জানুয়ারী বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে এ বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হলো।

এ ব্যপারে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ বলেন, বহিস্কারাদেশ প্রত্যাহার করে নিয়ে দলে পুনরায় সুযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব সময় দলের প্রতি অনুগত থাকবো।