মো. মনির হাসান :
দেলদুয়ারে আসন্ন পবিত্র ঈদুল আযহা’কে সামনে রেখে গবাদি পশু চুরি রোধকল্পে উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও খমারিদের নিয়ে দেলদুয়ার থানার ওসি’র আলোচনা সভা অনুষ্ঠিত।
রোববার সকাল ১১টায় থানা চত্বরে গবাদি পশু চুরি রোধকল্পে দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকার গরু খামারীদের সাথে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন মৃধা দিক নির্দেশনা ও সচেতনতা মূলক আলোচনা সভা করেন।
এ আলোচনা সভায় এলাকায় দিবা-রাত্রি টহল ডিউটি জোরদার, কোন কসাই, মুচি যাতে চোরাই গরু ক্রয় করতে না পারে সেদিকে নজরদারী বৃদ্ধি, কমিউনিটি ও বিট পুলিশিং এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় জনসাধারনসহ দফাদার-চৌকিদারদের মাধ্যমে পর্যায়ক্রমে রাত্রিকালীন পাহারার ব্যবস্থা, উপজেলা এলাকার হাট বাজার গুলোতে চোরাই গরু যাতে কেনা-বেচা করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখা, থানা এলাকার প্রত্যন্ত অঞ্চলে কোন যানবাহন দেখা গেলে উল্লেখিত যানবাহনের প্রতি সর্তক দৃষ্টি রাখা এবং থানা এলাকায় মাইকিং এর মাধ্যমে গবাদি পশু মালিকদেরকে রাত্রি বেলায় তাদের নিজ নিজ গোয়াল ঘরের প্রতি সজাগ দৃষ্টি রাখা ইত্যাদি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন মৃধা এ আলোচনা সভায় সমাগত পবিত্র ঈদুল আযহা’কে সামনে গবাদিপশু চুরি প্রতিরোধকল্পে থানা পুলিশের সর্বচ্চ তৎপরতা ও সহযোগীতা অব্যাহত থাকবে।
তিনি এসভায় খামারি ও স্থানীয়দেরও চুরি রোধকল্পে সর্বদা সজাগ দৃষ্টি ও সচেতন থাকার আহবান জানন।
যুগধারা ডট টিভি/অন্তু