দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
রোববার সকালে তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে পূজামন্ডপের সভাপতি ও সম্পাদকের সাথে মতবিনিময় করে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোস্তফা আব্দুল্লাহ্ আল-নূর, অফিসার ইনচার্জ মো. সোহেব মাহমুদ।
আরো উপজেলা বিএনপি সভাপতি মো. আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস আহমেদ, দেলদুয়ার উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, টাঙ্গাইল জেলা তাঁত ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ বসাক।