দেলদুয়ারে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ-ধর্ষক গ্রেফতার

Spread the love

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে ৩৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছে। এমন অভিযোগে দেলদুয়ার থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ডুবাইল ইউনিয়নের বাথুলী গ্রামে ঘটেছে ঘটনাটি। মামলা সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে দশটার দিকে কুপাখী গ্রামের সরকারী ভাতা প্রাপ্ত প্রতিবন্ধী নারী ওষুধ আনতে বাথুলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যান। ওষুধ সংগ্রহ করে ফেরার পথে বাথুলী গ্রামে আব্দুর রশিদের বাড়ির নিকট পৌছলে ওই গ্রামের মৃত শুকুর মিয়ার ছেলে আব্দুল লতিফ মিয়া মুখ চেপে ধরে সড়কের পাশে লেবু বাগানে নিয়ে ধর্ষণ করে। বাড়ি গিয়ে ওই নারী তার মাকে ঘটনা খুলে বলেন। ওইদিন বিকেলে আব্দুল লতিফকে আসামী করে থানায় মামলা দায়ে করা হয়।

দেলদুয়ার থানার আফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষক আব্দুল লতিফকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।