দেলদুয়ার প্রতিনিধি :
টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলা টিভির জন্মদিন পালিত হয়েছে।
৬ষ্ঠ পেরিয়ে বাংলা টিভি সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে সকালে উপজেলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলা টিভি দেলদুয়ার উপজেলা প্রতিনিধি ও দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অপু তালুকদার শিপলুর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক এহসানুল হক সুমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, দেলদুয়ার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: নুরুল ইসলাম, দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুজ্জামান খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ সাজাহান সাজু, উপজেলা কৃষক দলের সব দলের সচিব মোহাম্মদ ইস্পাহানীসহ উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যুগধারা ডট টিভি/অন্তু